৭৭
ঝালকাঠি জেলার নলছিটির তিমিরকাঠি এলাকায় অবৈধ বালু উত্তোলন করার সময় মনির (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে নৌ পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সুগন্ধা ও কির্তনখোলা সীমানাবর্তী নদীতে বালু উত্তোলনের একটি ড্রেজারও জব্দ করে পুলিশ।
আটক মনির (৫০) দপদপিয়া গ্রামের আ.খালেক রাঢ়ীর ছেলে।
আটক মনির ছাড়াও সাইফসহ আরো দুজনকে অজ্ঞাতনামা করে সোমবার এস.আই মো. মোস্তফা কামাল বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায় নদীর ক্ষতিসাধন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত