কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোজ কয়েকটি ট্রলারের ২৬ মাঝি মাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ রয়েছে অন্তত অর্ধশতাধিক।
বুধবার (৮মে ) সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগই লবণবোঝাই ট্রলারে মাঝি মাল্লা ও শ্রমিক।
কোস্টগার্ড জানায়, মহেষখালির কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসার পথে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। এসময় ঝড়ের তান্ডবে কয়েকটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া কয়েকটি ট্রলারের ২৬ মাঝি মাল্লা ও শ্রমিককে কোস্টগার্ড উদ্ধার করে।
এখনো নিখোজ রয়েছে অন্তত অর্ধ শতাধিক। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসা হয়।
আল / দীপ্ত সংবাদ