বুধবার, অক্টোবর ৮, ২০২৫
বুধবার, অক্টোবর ৮, ২০২৫

জ্যামে আটকা উপদেষ্টা, পরে গন্তব্যে গেলেন মোটরসাইকেলে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকাসিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে চলমান সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে ভয়াবহ যানজটে আটকা পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। মাত্র ১৫ মিনিটের পথ পাড়ি দিতে তিন ঘণ্টা লেগে যায়। শেষ পর্যন্ত মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে হয় তাকে।

বুধবার (৮ অক্টোবর) সকালে রেলপথে ঢাকা থেকে কিশোরগঞ্জের ভৈরবে আসেন উপদেষ্টা। সেখান থেকে তিনি আশুগঞ্জ উপজেলার হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। পরে বাহাদুরপুর এলাকায় পৌঁছাতেই তীব্র যানজটে আটকা পড়েন তিনি।

যানজটের কারণে গাড়ি যখন নড়ছিল না, তখনই সানগ্লাস ও হেলমেট পরে মোটরসাইকেলে ওঠেন ফাওজুল কবির খান। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকে সেই মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন।

স্থানীয় সূত্র জানায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলবিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা এখন গর্তে ভরা। প্রতিদিনই এই পথে কয়েক ঘণ্টার যানজট পোহাতে হচ্ছে যাত্রীদের।

পরিদর্শনের আগে গত রবিবার থেকেই খানাখন্দ ভরাটের কাজ শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলায় গত তিন দিন ধরে মহাসড়কে যানজট বেড়ে যায়। বুধবার সকালে তা চরম আকার ধারণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় দীর্ঘ সময় যানজটে আটকা পড়েন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More