বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

জোড়া গোলে ঘরের মাঠে শেষ ম্যাচ রাঙালেন মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঘরের মাঠে সম্ভবত বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। আবেগঘন দিনেও সেই চিরচেনা মেসিকেই দেখতে পেয়েছেন ভক্তরা। ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে সম্ভাব্য বিদায় ধরে নেওয়া সেই ম্যাচটা জোড়া গোলে রাঙিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় অনুষ্ঠিত ম্যাচে তার জোড়ায় ভেনেজুয়েলাকে ৩০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম পুরোটাই যেন এদিন সাজানো হয়েছে মেসির জন্য। উপস্থিত ছিলেন মেসির পরিবারের সকল সদস্য।

ম্যাচের ৩৯ মিনিটে আসে প্রথম গোল। হুলিয়ান আলভারেজ বক্সে বল কেটে দেন এবং মেসি স্বভাবসুলভ শৈল্পিক ভঙ্গিতে সেটি জালে পাঠান। গোলকিপারের মাথার ওপর দিয়ে দারুণ দক্ষতায় তুলে দেন আটবারের ব্যালন ডিঅরজয়ী তারকা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বদলি খেলোয়াড় লাওতারো ৭৬ মিনিটে নিকোলাস গঞ্জালেসের ক্রস থেকে দারুণ হেডে গোল করে দলকে ২০ তে এগিয়ে দেন।

মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার পাস থেকে কাছ থেকে শট নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এর মধ্য দিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ভেনেজুয়েলা আর কোনো জবাব দিতে পারেনি। তারা ম্যাচে একটিও অন টার্গেট শট নিতে পারেনি।

ঘরের মাঠে মেসির পুরো পরিবার উপস্থিত ছিল। সমর্থকরা হাজির হয়েছিলেন কিংবদন্তিকে ঘরের মাঠে শেষবারের মতো দেখার জন্য। তাই মেসির পরিবারের কাছে ক্ষণটা ছিল আবেগঘন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More