‘নেতাকর্মীদের জেল–জরিমানা দিয়ে শেষ রক্ষা হবে না। সামনে যে চূড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে যদি আপনারা রাস্তায় নামতে পারেন তাহলে শেখ হাসিনার পতন হবেই হবে। কেউ তাকে রক্ষা করতে পারবে না। বার বার আমরা মরতে চাই না। এবার রাজপথে নেমে যুদ্ধ করে আমরা জয়ী হতে চাই। আপনারা যুদ্ধে ঝাপিয়ে পড়বেন। আমরা শহীদ জিয়ার সৈনিক আমাদের বিজয় আসবেই আসবে।’
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (জেটেব) এর পাবনা জেলা শাখার ত্রি–বার্ষিক সম্মেলন বক্তারা এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বিশিষ্টি শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধকের বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অথিতির বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক কাদের গণি চৌধুরী।
বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদী হাসিনার দুঃশাসনের অবসানের লক্ষেই আজকে এই সম্মেলন। সামনে যে চুড়ান্ত আন্দোলন শুরু হবে তাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (জেটেব) সর্বোচ্চ অবদান রাখবে। শেখ হাসিনা আরেকটি ফ্যাসিবাদী নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছেন। কিন্তু জাতীয়তাবাদী শক্তি বেচে থাকতে এবার তা হতে দেওয়া হবে। ২০১৪ সাল আর ২০১৮ সালের নির্বাচন এবার হতে দেয়া হবে না।
তারা আরও বলেন, ‘একতরফা নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে শেখ হাসিনা আদালতের মাধ্যমে নেতাকর্মীদের কারাদণ্ড দিচ্ছেন। জেল–জরিমানা আমরা ভয় করি না। এবারের আন্দোলনে সর্বশক্তি নিয়ে আমরা মাঠে থাকবে। ইনশাআল্লাহ শেখ হাসিনার দুঃশাসন মুক্ত করেই তবে ঘরে ফিরব।’
সম্মেলন শেষে ইঞ্জিনিয়ার মো. ফজল মেহমুদ ছোটনকে সভাপতি এবং মো. লিটন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ