জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ আগামী ২/১ দিনের মধ্যে দেওয়ার ওপর জোর দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে শিশির মনির লিখেন, সনদ বাস্তবায়নের জন্য ২/১ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে। সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। গণভোট হবে। প্রথম অধিবেশনেই গৃহীত হবে। এটাই সঠিক বাস্তবায়ন পদ্ধতি।
উল্লেখ্য, ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের অঙ্গীকারনামাতে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের ২৫টি রাজনৈতিক দল।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ সনদ স্বাক্ষর করা হয়।
এসএ