জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মাহফুজ আলম বলেন, ‘আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’
উপদেষ্টা বলেন, বিএনপি জামায়াত ও অন্যান্য সব অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত। কিন্ত ঘোষণাপত্রে কী থাকবে, তা নিয়ে একমত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, বৈঠকের স্থান এখনো নির্ধারিত হয়নি। কিন্তু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি।
জাতীয় পার্টি সঙ্গে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, রাজনীতির মাঠে জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। এখন পর্যন্ত কোনো বৈঠকে তাদের আমরা ডাকিনি। তাই ঘোষণাপত্র বিষয়েও তাদের সঙ্গে কথা বলা আমরা যৌক্তি মনে করছি না।
তিনি আরও বলেন, আশা করি বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান পরিচালিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট ও প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহাম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এসএ