জুলাই–আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে সরকার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সরকারি–বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আহত শিক্ষার্থীদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেটসহ নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচাই–বাছাই করে দ্রুত টিউশন ফি মওকুফের ব্যবস্থা করবে।
শিক্ষার্থীদের বর্তমান শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ