শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

জুমার দিনে যে দোয়াগুলো অবশ্যই পড়বেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুমার দিনে পড়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে যা মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। নিচে কয়েকটি উল্লেখ করা হলো:

. সুরা কাহফএর ১০ নং আয়াত শুক্রবার পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।

আয়াত ১০:

> رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةًۭ وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًۭا

বাংলা অর্থ: “হে আমাদের পালনকর্তা! আপনি নিজ পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন।”

. দোয়া ইস্তিগফার

أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ

বাংলা অর্থ: “আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া আর কোন ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তওবা করছি।”

. দরুদ শরিফ

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

বাংলা অর্থ: “হে আল্লাহ! আপনি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবারপরিজনের উপর দয়া ও শান্তি বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহীম এবং ইব্রাহীমের পরিবারপরিজনের উপর দয়া ও শান্তি বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবময়।”

. দোয়া ইউনুস

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

বাংলা অর্থ: “আপনি ব্যতীত কোন উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।”

জুমার দিনে এসব দোয়া করার জন্য ওলামাএকরামগণ বিশেষভাবে সুপারিশ করেছেন।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More