সদ্যবিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
সোমবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গত মাসে কোরবানি ঈদ থাকায় বেড়েছে দেশের প্রবাসী আয়। রেমিট্যান্স এসেছে ২.৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে এক মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে।
এছাড়া সদ্য সমাপ্ত ২০২৩–২৪ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩.৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
উল্লেখ্য, গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এসএ/দীপ্ত সংবাদ