চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও সব দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার এবং জিপিএ–৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ১২ লাখ ২৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন এবং ছাত্রের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের পাসের হার ৬২.৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪.৬০ শতাংশ। ছেলেদের চেয়ে পাসের হারে ৮ শতাংশেরও বেশি এগিয়ে রয়েছে মেয়েরা।
পাসের হারের মতো জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। এ বছর মোট জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।