বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদ উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। এ ঘটনায় ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক।

আটক শিক্ষার্থীর মো. ফজলে আজওয়াদ সরকার ও রাজনীতি বিভাগের ২০২২২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তবে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফজলে আজওয়াদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযান চালিয়ে ১৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী এসব মাদকদ্রব্য জামালপুর সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত ফজলে আজওয়াদ বলেন, ‘আমি মদ ব্যবসায়ী না। থার্টি ফার্স্ট নাইটে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করার জন্য মদগুলো আনা হয়েছিল। তবে হঠাৎ এক বন্ধুর বাবা মারা যাওয়ায় পার্টিটা করা সম্ভব হয়নি। সে জন্য রুমেই রাখা ছিল।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More