সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে ছাড়া পান সিরাজগঞ্চের তাড়াশ–রায়গঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। পরে কারাগারের গেট থেকে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। এটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিরাজগঞ্জ কারা তত্বাবধায় মো. কামরুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ–আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
আল