৩
রাজধানীর ধানমণ্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মেঘনা, দেওয়ান সামির এবং আরও ২ জনের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলীম এ মামলা করেন।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাতে রাজধানী বসুন্ধরায় নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনা কারাগারে পাঠানো হয়।
এসএ