জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মন্ডল পাড়া গ্রামে রমজান (৭) নামের এক শিশু নিখোজের একদিন পরে লাশ উদ্ধার করেছে পুলিশ, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলার বাঁশঝাড় সংলগ্ন খাত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের রমজান পাররাম রামপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের কৃষক মাসুদ মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ মে) থেকে নিহত রমজান নিখোঁজ ছিল। সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে পুকুর পাড়ের বাঁশঝাড় সংলগ্ন স্থানে খুজতে গেল শিশুটির মরদেহ উদ্ধার দেখতে পান। এ বিষয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দেওয়ানগঞ্জ থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ।
দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী বলেন, রমজান নামে সাত বছরের ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছি, প্রাথমিক তদন্তে বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক জনকে আটক করা হয়েছে। থানায় এখনো কোন মামলা হয়নি।
তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ