জামালপুরের সরিষাবাড়িতে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।
শনিবার (১৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি স্টেশনে যাবার সময় চলন্ত ট্রেনটিতে আগুন দেয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।
ট্রেনটির পরিচালক মাসুম মিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস সরিষাবাড়িতে স্টেশনে পৌঁছায় রাত ১টা ১০ মিনিটে। এখানে ৭ মিনিট বিরতির পর ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে ৫০০ গজ দূরে গেলে স্টেশনের লোকজন আগুন আগুন বলে চিৎকার করে। প্রথমে দেখি ধোঁয়া বের হচ্ছে। পরে দ্রুত ট্রেন থামিয়ে দেখি মুহূর্তে ট্রেনের একটি বগিতে থাকা আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়েছে। এতে দুইটি বগি পুড়ে ছাই হয়ে যায়।
জামালপুর রেলওয়ে থানার ওসি গোলজার হোসেন বলেন, আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনে আগুন দেয়ার ঘটনাটি নাশকতা বলে প্রাথমিকভাবে মনে করছি।
এসএ/দীপ্ত নিউজ