জামালপুরে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শহরের বকুলতলাস্থ আ.লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আ.লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ চৌধুরী।
পৌর আ.লীগের সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর বিজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিজন কুমার, সহ–সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম, পৌর মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন সহ্য না করতে পেয়ে বিএনপি ষড়যন্ত্র করে অগ্নি সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারছে। বিএনপির ষড়যন্ত্র রুখতে রাজপথে আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে।
এসএ/দীপ্ত নিউজ