জামালপুরে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে সময়মতো ধান কাটা নিয়ে দুশ্চিতায় চাষিরা।
সরেজমিনে দেখা যায়, বোরো জমিতে দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। চলছে ধান কাটা ও মাড়াই উৎসব।
এই আনন্দের মাঝেও শ্রমিক সংকট দেখা দেয়ায়, সময়মতো ধান কাটা যাচ্ছে না। এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক।
জেলায় বোরো জমিতে প্রতিবিঘা ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকদের দিতে হচ্ছে সাড়ে ৪ হাজার টাকা। বাজারেও ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক জাকিয়া সুলতানা জানান, কৃষকদের ব্যয় কমানোর জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন। এ সময়ে ধানাকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। আমরা হারভেস্ট মেশিনের ব্যবস্থা করতেছি।
এজে/দীপ্ত সংবাদ