দেশে ৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে সমন্বয় করে জামালপুরে কৃষিখাতকে এগিয়ে নিতে, উৎপাদন খরচ কমানোর জন্য আধুনিক কৃষি যান্ত্রিকীকরণে কৃষকদের আগ্রহী করার লক্ষে জামালপুরে আঞ্চলিক কৃষি গবেষণা–সম্প্রসারণ পর্যালোচনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩মে) বিকেলে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক কৃষি গবেষণা মিলনাতয়নে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জামালপুর ও শেরপুর জেলায় শতকরা ৪২ভাগ চরাঞ্চলসহ বেশ কিছু জমি রয়েছে। সেখানে সঠিকভাবে কৃষি উৎপাদনে উচ্চ ফলনশীল বীজ, আধুনিক চাষ পদ্ধতি ব্যবহার করে,এই অঞ্চলের কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষকবান্ধব লাভজনক ফসল উৎপাদন করে, কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ আরো অনেকে। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা কৃষি অফিসের সকল কর্মকর্তারা।
এছাড়াও কৃষিজমির উপর ভিত্তি করে ফসল ফলানোর প্রতি আলোকপাত করা হয়েছে।
তানভীর আহমেদ হীরা/এমি/দীপ্ত নিউজ