‘তথ্যই শক্তি জানাবো জানবো, দুর্নীতি রুখবো‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার আইন এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য জামালপুরে দুদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার(৩অক্টোবর) বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় দুইদিন ব্যাপী তথ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সানক সদস্য তামান্না সালেহীন কবিতার সঞ্চালনায় সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার আহমেদ, সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, তথ্য মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ উদ জামান,সনাকের সহ–সভাপতি শামীমা খান প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সরকারের নানা মুখী উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার দেশের মানুষের কাছে তুলে ধরলে সচ্ছতা বৃদ্ধি পেয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তথ্যের অবাদ প্রবাহ শুরু হলে মানুষ এর সুফল পেতে করবে।প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত রাখার আহবান জানানো হয়েছে।
নিয়ে আলোচনা সভাশেষে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দরা বেলাল স্টল ঘুরে দেখেন। এবার তথ্য মেলায় জামালপুরের সরকারি–বেসরকারি ৩৮ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
তানভীর/মোরশেদ আলম/দীপ্ত নিউজ