জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পেশাদারীত্বের সাথে দমন করেছে পুলিশ।
গত সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী–সমর্থকরা। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা এইখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে ডেডবডি পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।
আল/ দীপ্ত সংবাদ