শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

মুসলিম বিশ্বের তরুণদের আইডল জামায়াত নেতা তাহের: সাদিক কায়েম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত— বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত— বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (৩১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, চৌদ্দগ্রাম উপজেলার সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই আন্দোলন নয়, তিনি ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি বলেন, গত ১৬ বছর যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নেওয়া হবে। বিপ্লবপরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, জামায়াতে আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডাকসু ভিপি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।

নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, বাংলাদেশ খেলাফত মজলিশ আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবির সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ আরও অন্যান্য।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More