জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকাল ৫টার পর দলের জাতীয় সমাবেশে বক্তব্য শুরু করেন ডা. শফিক। কিছুক্ষণ বক্তব্য দেয়ার পর তিনি প্রথমবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের অন্যান্য নেতারা তাকে সহায়তা করে দাঁড় করিয়ে দেন।
এরপর ৫টা ২৩ মিনিটে আবার বক্তব্য শুরু করলে কিছুক্ষণের মধ্যেই আবারও শরীর খারাপ অনুভব করেন তিনি। এসময় নেতারা তাকে আবারও বসিয়ে দেন। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও তিনি বসেই বক্তৃতা চালিয়ে যান।
সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।