বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিলো: মুফতি রেজাউল করিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মুফতি রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছেলাম। কিন্তু পরবর্তিতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করলো। জোটের নেতৃত্ব জামায়াত নিজেদের হাতে নিলো। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিলো। আমাদের একটা বড় আশা আকাঙ্খা ছিলো ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলাম কে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না, তখনই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে আমরা জাতির সামনে যে কথা দিয়েছিলাম, সেই কথামতো হাতপাখা প্রতীকে আমরা ইসলামের একটা বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যারা মানবতার মুক্তি চায়, যারা ইসলাম কায়েম করতে চায়, বিশেষ করে আলেম ওলামা হাত পাখার সাথে আছে। তারা হাতপাখাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।

তিনি আরো বলেন, আমরা নির্বাচন নিয়ে অনেকটা সংকিত ও হতাশ, অন্তবর্তিকালীন সরকার বলেছিলো এমন একটা নির্বাচন উপহার দেওয়ার কথা ছিলো, যে নির্বাচন মানুষ স্মরণ করবে। সেই কথাটা স্মরণ করা নিয়ে বলছি, আপনারা এমন পরিবেশ তৈরী করবেন, আমরা এখনই লক্ষ করছি, বিভিন্ন জায়গায় সহিংশতা চলছে, আগ্রাসী ভুমিকা নিয়ে যে অবস্থান নিয়েছে। ভোলায় আমাদের নারী কর্মীদের উপর যে আচরণ করছে, এটা অত্যন্ত দু”খজনক। এখন পরিবেশ ঠিক না করলে, সামনের পরিবেশের জন্য দায় আপনাদের মাথায় নিতে হবে।

এর আগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More