গোয়াইনঘাটে ইসিএভুক্ত এলাকায় টাস্কফোর্সের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ নৌকা ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজিবি–পুলিশের সহযোগিতায় ব্যাপক টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম। অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এবং বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদ।
অভিযানে বিজিবির ৫০ সদস্যের একটি টিম, সিলেট জেলা পুলিশ লাইন্স ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ৫০টি নৌকা ধ্বংস করে নদীতে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৮০০ নৌকার বালু পানিতে আনলোড করা হয়। পাশাপাশি ৪৫টি ট্রাকে থাকা বালু নদীর তীরে জব্দ করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি ও জাফলং ব্রিজ এলাকায় পাঁচটি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন বন্ধে রড–সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
শ্রমজীবী জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে, জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে বালু–পাথর লুটপাটে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল থেকে প্রায় ১০ হাজারেরও বেশি শ্রমিককে এই এলাকায় আনা হয়েছে। এসব শ্রমিকদের কারণে জাফলং–তামাবিল এলাকার আইন–শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়েছে।
অভিযানের সময় খোলা আকাশের নিচে গড়ে ওঠা ১০টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়, যেখানে বহিরাগত শ্রমিকদের অস্থায়ী আবাসন তৈরি করা হয়েছিল। সীমান্তবর্তী জাফলং এলাকায় এমন বহিরাগত শ্রমিকের অবস্থান দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় প্রশাসন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আল