জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর আরও প্রকট আকারে প্রকাশ্যে এলো জাতীয় পার্টির দ্বন্দ্ব। এবার দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের বাসায় মতবিনিময় সভার আয়োজন করে নিজের এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো–চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক।
তিনি বলেন, জাতীয় পার্টি ক্রান্তিকাল অতিক্রম করছে। ‘সংকট নিরসনে পার্টির নেতা–কর্মীদের অনুরোধে এবং পার্টির গঠনতন্ত্রের ২০–এর ১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’
তিনি আরও বলেন, ‘নেতা–কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত আমি কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম।
সভায় সভাপতিত্ব করেন দলের অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু। মতবিনিময় সভায় জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত ও স্বেচ্ছায় পদত্যাগকারী নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংসদে বিরোধী দল জাতীয় পার্টি
এসএ/দীপ্ত নিউজ