১৩তম ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে ক্রিকেটের এই সর্ববৃহৎ আসর। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১০ দলের বিশ্বকাপ আয়োজনের জন্য ১২টি শহরের স্টেডিয়ামের তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ৪৬ দিনের টুর্নামেন্টে নকআউট পর্বসহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ফাইনাল। তালিকায় থাকা অন্য ভেন্যুগুলো হলো– বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কোলকাতা, লক্ষ্মৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই।
তবে কোন ভেন্যুতে কোন ম্যাচ বা অনুশীলনের জন্য কোন ভেন্যু, তার কিছুই এখনো চূড়ান্ত করেনি বিসিসিআই। ভারতের বিভিন্ন স্থানে বর্ষাকাল নিয়ে জটিলতা থাকায় ভেন্যু চূড়ান্ত করতে দেরি হচ্ছে।
সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার সরকারের কাছ থেকে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে। এর কারণ হল– টুর্নামেন্টের জন্য কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করা। আইসিসির ইভেন্ট ছাড়া ২০১৩ সালের পর থেকে ভারতের মাটিতে খেলেনি পাকিস্তান ক্রিকেট দল।
দুবাইয়ে গত সপ্তাহে আইসিসির বৈঠকে বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান দলকে সহজেই ভিসা দিবে ভারত সরকার।