আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রংয়ের ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরের একটি পোস্ট দেন আসিফ।
পোস্টে আসিফ লিখেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে, মানুষও উপকৃত হবে।
আসিফের এমন পোস্টে নেটিজেনদের অনেকেই একাত্মতা পোষণ করেছেন। তবে এ মতামতের বিপক্ষেও ছিল অনেকের অবস্থান।
ইমন খান নামে এক নেটিজেন লিখেছেন, ‘এটা ভালো সিদ্ধান্ত। এই কাজটা হলে ভবিষ্যতে স্বজনপ্রীতি থাকবে না।’
আরাফাত নামে এক নেটিজেন বলেন, ‘আপনার সাহসী কণ্ঠস্বরের জন্য গর্ববোধ করছি। জাতির সাথে যখনই অন্যায় হবে তখনই আপনাদের বলিষ্ঠ কণ্ঠগুলো গর্জে উঠুক।’
অন্যদিকে, পারভেজ ভুইয়া নামে আরেক নেটিজেন দ্বিমত পোষণ করে লেখেন, একপক্ষ চায় জাতীয় নির্বাচন আগে হোক অন্য পক্ষ চায় স্থানীয় নির্বাচন। এখানে দুই পক্ষের যুক্তিই সমান যুক্তিযুক্ত। আগে জাতীয় নির্বাচন হলে যারা সরকার গঠন করবে তারা ইচ্ছামতো স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রার্থী নির্বাচিত করবে আবার আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে যারা নির্বাচিত হবে তারা কি জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে না?
এসএ