জাতীয় নির্বাচন ঘিরে ক্রমেই সরগরম হয়ে উঠছে, টাঙ্গাইল–৫ আসনের রাজনীতি। ভোটারদের আশা, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন নির্বাচিত জন প্রতিনিধিরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এরইমধ্যে উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনীতি। নেতারা দিচ্ছেন পাল্টাপাল্টি বক্তব্য আর কর্মসূচি।
সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল–৫ আসনে, এর আগে ১১টি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে ৪ বার। বর্তমানেও আসনটি আওয়ামী লীগের দখলে। সমান জয় পেয়েছে বিএনপিও। আর জাতীয় পার্টি ৩ বার জয়ের স্বাদ পেয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ গরম করছে দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নামও শোনা যাচ্ছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দাবি, নির্বাচন সুষ্ঠু হলে তাদেরকেই নির্বাচিত করবে জনগণ। অন্যদিকে আসনটি পুনরুদ্ধারে যথাসাধ্য চেষ্টা থাকবে জাতীয় পার্টির। কোন দল জয়ী হবে সেটা বড় কথা নয়, ভোটাররা চায় উন্নয়ন।
টাঙ্গাইল–৫ আসনে মোট ভোটার সংখ্যা, ৪ লাখ ৩৪ হাজার ৫১৮ জন।
আল/ দীপ্ত সংবাদ