শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

জাকসু নির্বাচন: ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে সমন্বিত শিক্ষার্থী জোটনামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে কাজ করা সাধারণ শিক্ষার্থীদেরও জায়গা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুহিবুর রহমান মুহিব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শেষ দিনের মনোনয়ন সংগ্রহ ও জমাদান শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব।

জাবি শাখা ছাত্রশিবির ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের ২০১৭১৮ সেশনের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) ২০১৮১৯ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক (এজিএস) (ছাত্র) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯২০ সেশনের (৪৯ ব্যাচ) শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সদস্য ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) ২০১৮১৯ শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আলী জাকি শাহরিয়ার, সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সদস্য শফিউজ্জামান শাহীন, সহক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মহাদী হাসান, সহক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা মনোনীত হয়েছেন।

আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য পদে গণিত বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সদস্য তরিকুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক রাকিবুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুহিবুল্লাহ, আবু তালহা, মহসিন, ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান মনোনীত হয়েছেন।

ঘোষিত প্যানেলে সাধারণ সম্পাদক পদে মনোনীত শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিকসাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোটনামে এই প্যানেল ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা এই প্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীরা আমাদেরকে যেন কোনো দল বা সংগঠনের প্যানেল হিসেবে মনে না করে নিজেদের প্রতিনিধি হিসেবে মনে করে, আমরা সেই লক্ষ্যে কাজ করতেই সবাইকে নিয়ে এই প্যানেল ঘোষণা করেছি। আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবে।’

প্যানেলের বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, ‘বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল নির্বাচিত হলে আমরা যে কার্যক্রমগুলো করার চেষ্টা করবো সেটি আমরা দ্রুতই তফসিল আকারে প্রকাশ করব।’

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More