বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন শিল্পীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ হামলায় ২০ জনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলায় আহত হয়েছেন খবরের কাগজের সাংবাদিক মিঠুন আল মামুন। তিনি বলেন, আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করেন– কেন সাক্ষাৎকার নিচ্ছি। এ সময় তিনি আমার ওপর হামলা চালান। মারধর শুরু করেন। এ সময় নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে জুনিয়র শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন।
মিঠুন আরও বলেন, নির্দেশ পেয়েই জুনিয়র শিল্পীরা সাংবাদিকদের মারধর করেন।চেয়ার উঠিয়ে মেরেছে ও ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের ক্যামেরা পার্সনের মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। বাংলাভিশন ও অন্যান্য গণমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে জয় চৌধুরী বলেন, ‘কেও যদি বলতে পারে আমি কারও গায়ে হাত দিয়েছি বা বকা দিয়েছি অথবা কোনো ফুটেজ দেখাতে পারে। আমার বিচার আপনাদের ওপর ছেড়ে দিলাম। যখন কয়েকজন সমিতির দেয়াল টপকিয়ে শানু ভাইকে মারার জন্য আসতে ছিল, তখন আমি ঠেকাতে না পেরে উত্তেজিত হয়ে যাই। কিন্তু ওরা আমার কোনো পরিচিত সাংবাদিক না।’
বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সম্পাদক ডিপজল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দেখছি। এটা খুবই দুঃখজনক। বিষয়টি যেভাবে দেখা দরকার তা আমরা দেখছি।’
এসএ/দীপ্ত সংবাদ