আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মতো জমকালো আয়োজনে পর্দা উঠলো উইমেন্স আইপিএলের। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, কৃতি স্যাননের নাচের মোহে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়েছে।
বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা মঞ্চে উঠেন। এরপর ডেকে নেওয়া হয় সব দলের অধিনায়কদের। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন

উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে । দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন। পরবর্তীতে ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের। উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ।
আল/দীপ্ত