মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

জনবান্ধব হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জনবান্ধব ও জনগণের পুলিশ হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, পুলিশকে মানবিক হতে হবে। আমরা পদক্ষেপ নিয়েছি বলেই পুলিশ জনবান্ধব হয়ে উঠেছে। আগের মতো পুলিশ ওই রকম ব্যবহার করে না।

মবসৃষ্টির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মববন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে পুলিশ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিষয়ে আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি সন্তুষ্ট। জনগণের সন্তুষ্টের সঙ্গে আমার সম্পর্ক। সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন, সবাইকে সন্তুষ্টের মধ্যে রাখতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More