মাগুরা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ বিশ্রামাগার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে (১২ এপ্রিল) মাগুরা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় মাগুরা জেলা দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাবলু , সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম ও সমিতির আইনজীবীরাসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বিশ্রামাগার ভিত্তিপ্রস্তর স্থাপণ শেষ প্রধান বিচারপতি হাসান হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, এ দেশের প্রায় চার কোটি মানুষ বিভিন্ন লিটিগেশনের সাথে জড়িত। তাদেরকে নিত্যদিন আদালতে আসতে হয়। তারা এ রাষ্ট্রের মালিক। তাদেরকে আমাদের বিচারক সেবা দেওয়া দায়িত্ব। তারা যখন আদালতে আসে তারা কোথায় বসবে বারে সংকুলন হয় না। তাদের দুঃখ কষ্ট তারা যাতে এখানে এসে অস্বস্তিবোধ না করে সেটার সুরাহ করার জন্য আমরা তাদের বসার জায়গা অর্থাৎ বিশ্রামাগার করার সিদ্ধান্ত নেই। সে অনুসারে আমরা এটার নাম দেই ‘ন্যায়কুঞ্জ’। এখানে প্রায় ৬০ থেকে ৭০ জন লোকের বসার ব্যবস্থা থাকবে। দুটি টয়লেট থাকবে একটি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য। এছাড়া একটি ফাস্টফুডের দোকান থাকবে। এতে করে যারা এ রাষ্ট্রের মালিক এখানে এসে স্বস্তিতে কিছু সময় কাটাতে পারে বসতে পারে। যে জায়গাটা আমাদের এবং আমাদের বিচারের জন্য এ আদালত এবং আমাদের বিচারক সেবা দেয়ার জন্য বিচারকবৃন্দ এই ধারণা থেকেই ন্যায়কুঞ্জ করা। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে অতিসত্বর এটার কাজ কমপ্লিট হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষের প্রধান বিচারপতি জেলা আদালত প্রাঙ্গণে একটি লিচু গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে বিচারক ও জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
এমি/দীপ্ত