রাজধানীর পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী মোরশেদ আলম তানিম (১৮) মারা গেছেন। বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। তিনি পুরান ঢাকার নুর বক্স লেনে নানির বাসায় থাকতেন। তার বাবা–মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন।
নিহতের বাবা ফিরোজ আলম জানান, সোমবার (৩০ জুন) রাতের দিকে নাজিমউদ্দিন রোডের পুরাতন জেলখানাসংলগ্ন রাস্তায় মাকুশাহ মাজারের সামনে দুই ছিনতাইকারী পেছন থেকে এসে তানিমের মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তার সঙ্গী বন্ধুরা ও পথচারীরা তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার (১ জুলাই) বিকালে তানিম বাসায় অসুস্থ হয়ে পড়লে ফের তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।