ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
এমভি আবদুল্লাহ নামের কয়লাবাহী জাহাজটিতে থাকা ২৩ নাবিককে জিম্মি করেছে জলদস্যুরা। তবে জলদস্যুরা কোনো নাবিকের ওপর হামলা চালায়নি। জিম্মিরা সবাই ভাল আছেন।
আরও পড়ুন: ২৩ নাবিকসহ জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ
বাংলাদেশ সময় মঙ্গলবার (১২মার্চ) দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। এরপর অন্তত ১০০ জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
এম ভি আবদুল্লাহ চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের। এটি আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। মালিকপক্ষ জিম্মি হওয়া নাবিকদের ছাড়িয়ে আনার চেষ্টা শুরু করেছেন।
আল / দীপ্ত সংবাদ