টাঙ্গাইলের বাসাইল পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব মিয়াসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার (৯ জুলাই) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- মামলার আসামি সাকিবের মা সামিনুর বেগম, অপর দু্ই আসামি সাইদুরের স্ত্রী লিপি বেগম ও শাহেদের মা সাহিদা বেগম। এছাড়াও বক্তব্য দেন- উপজেলা তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুৎ ও শ্রমিক নেতা আফাজ শিকদার।
বক্তাদের দাবি, সাকিব ভালো ছেলে। রাজনীতিতেও এগিয়ে রয়েছেন তিনি। রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য তাকেসহ তিনজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে তারা আরও বলেন, মামলা প্রত্যাহার না করলে পরবর্তীতে কঠর কর্মসূচি দেয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরে ১৬ মে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাকিব ও তার দুই সহযোগীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এক গৃহবধূ। তার দাবি, গত ১৪ মে দিবাগত রাতে কৌশলে ঘরে ঢুকে ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে সাকিব। এ কাজে তাকে সহযোগিতা করে অপর দু্ই আসামি। এ মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।
সুমন খান/শায়লা/দ্বীপ্ত সংবাদ