রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘সাদা জ্যাকেট’ উন্মোচন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাতে সময় আছে এক মাসের কিছুটা বেশি। এরইমধ্যে সামাজিক মাধ্যমে, টুর্নামেন্টের আলোচিত সাদা ব্লেজারের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। কী আছে এই পোশাকে, বিশেষত্বই বা কী, তা নিয়ে ক্রিকেট বিশ্বের কৌতূহলও কম নয়।

ভিডিওর শুরুতেই চমক, সিনেমার টিজারের মতোই শিরোনাম-‘দ্য মেজার অফ এ চ্যাম্পিয়ন। তারপরই নায়কের বেশে আবির্ভূত হলেন, কমপ্লিট সুট পরা পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজার বা জ্যাকেট কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়। তার সঙ্গে আকরাম খান বলতে থাকেনযখন সম্মান, ইতিহাস ও বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।

১ মিনিট ৫১ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের, ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্ব জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা জয়ের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্যে ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলিরোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিলো বেশি।

রোহিতবাবরের টস, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংসহ অনেক কিছু থাকলেও বাংলাদেশকে কমই দেখা গেছে। ভিডিওতে বাংলাদেশ ছিলো সামান্যই। ৩/৪ সেকেন্ড দেখানো হয়। সেটিও যাসপ্রীত বুমরাহর বলে কোনো ব্যাটারের বোল্ড হওয়ার দৃশ্য।

জো রুটের সেঞ্চুরি, মুজিবউর রহমানরশিদ খানদের স্পিন জাদুও ছিলো বেশ। ভিডিওতে আফগানিস্তানের উপস্থিতিও ছিল নজরকাড়া। তবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের আইকনিক কোনো দৃশ্য ছিলো না বললেই চলে।

আয়োজক পাকিস্তান হওয়ায় তাদেরও উপস্থিতি ছিলো মোটামুটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, রাজস্ব, দর্শকসবকিছু বিবেচনায় হয়তো ভারতের উপস্থিতি বেশি রেখেছে আইসিসি।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ও ভেন্যু নির্ধারণ নিয়ে ব্যাপক নাটকীয়তা হয়েছে গত বছরজুড়ে। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় ছিলো ভারত। আয়োজক দেশটিও ছিলো তাদের মাটিতেই আসর আয়োজনের ব্যাপারে অনড়। তবে শেষমেষ উভয় দল হাইব্রিড মডেলে সম্মতি দেওয়ায়, পাকিস্তানের তিন ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। চুক্তি অনুসারে২০২৮ সাল পর্যন্ত পাকিস্তানও ভারতের মাটিতে হতে যাওয়া টুর্নামেন্টগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে।

হাসিব/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More