চুয়াডাঙ্গা শেখ রাসেল দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পন, মোনাজাত, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) এ উপলক্ষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনসহ জেলার সরকারি–বেসরকারি দপ্তর এবং বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেই। পরে শেখ রাসেল ও ৭৫–এর ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধু ও পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর সকাল সাড়ে ১০টায় বেলুন উড়িয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে বিভিন্ন স্কুলের ছোট ছোট সোনা মনিদের নিয়ে কেক কাটেন অতিথিরা। সকাল ১১টায় শেখ রাসেল দিবস উপলক্ষে ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
জান্নাতুল আওলিয়া/শায়লা/দীপ্ত নিউজ