একটানা ১৫দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ৯ বছরের মধ্যে সোমবার (১৮ এপ্রিল) ৪২.৬ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচন্ড গরমে অতিবৃষ্টির জন্য নামাজ আদায় করছে মানুষ।
চুয়াডাঙ্গায় টানা ১৭ দিন দাপদাহ প্রাণীকুল ও প্রকৃতি পুড়ছে। পুড়ছে ফসলের মাঠ। শুকিয়ে যাচ্ছে নদনদী খাল বিল জলাশয়।ক্রমেই যেন মরুপ্রবণ হতে চলেছে। দাপদাহে ও গরমে নাভিশ্বাস মানব ও প্রাণীকুলে। এজন্য অবশেষে চুয়াডাঙ্গা জেলাসহ সারা দেশে বৃষ্টির প্রত্যাশায় জেলা শহর, আলমডাঙ্গা ও দর্শনায় নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য শহরের টাউনফুটবল মাঠে বুজরুপগড়গড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাকের ইমামতিতে শতশত মুসলিম ২ রাকাত সুন্নত নামাজ আদায় শেষে আল্লাহর দরবার মোনাজাত করে মুসুল্লিগণ কান্নায় ভেঙে পড়েন। এসময় তারা আল্লাহর কাছে এই অসহনীয় দাপদাহে থেকে মুক্তিসহ বৃষ্টির আবেদন জানান। একই সময় আলমডাঙ্গা ও দর্শনা শহরেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়।
যূথী/দীপ্ত সংবাদ