চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার আসাননগর কওমী মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার সময় ১ জনকে আটক করে পুলিশ। ওই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০–৬০ জনকে আসামি করা হয়। সেই মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা ছিল।
জান্নাতুল আওলিয়া/আফ/দীপ্ত নিউজ