চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলার মুন্সীগঞ্জ রেল স্টেশনের অদূরে হায়দারপুর গড়গড়ি মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। এসময় মোমিনপুর–মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগির জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার আরও জানান, দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিজিবি প্রহরায় শুধুমাত্র মালবাহী ট্রেন যাওয়া–আসা করছে। এজন্য মালবাহী বগিটি লাইনচ্যুত হলেও জনভোগান্তি সৃষ্টি হয়নি।
পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, সাড়ে চার ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করে রেলপথ সচল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনেয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর প্রকৃত কারণ বলা যাবে।
জান্নাতুল/এসএ/দীপ্ত সংবাদ