চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘরের সামনে কবির স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় র্যালী, পুষ্পমাল্য ও দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।
পরে অতিথিরা কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘর, লিচু বাগান, পুকুরপাড় ঘুরে দেখেন। কবি কলকাতা থেকে ট্রেনে করে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্টেশনে নেমে দর্শনা থেকে ৬ কি.মি. দুরে কার্পাসডাঙ্গায় এসে এসব স্থানে বসতেন এবং সাহিত্য চর্চা করতেন। এখানে বসে তিনি লিচু চোর ও পদ্ম গোখরোর মত বিখ্যাত সাহিত্য রচনা করেন বলে জনশ্রুতি রয়েছে।
এছাড়া সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে আজ থেকে দু‘দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় কবিতা আবৃত্তি বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৯ টায় নাটক ‘নীলকুঠি‘ মঞ্চস্থ হবে। আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন রয়েছে।
আল/দীপ্ত সংবাদ