মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

চুয়াডাঙ্গা বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল

Avatar photoজান্নাতুল আউলিয়া, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২৩ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজনে এই খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

গত ১৯ ই সেপ্টেম্বর মঙ্গলবারে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট২০২৩ সেমিফাইনাল খেলে বালক ও বালিকা দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা সদর খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪০ গোলের ব্যবধানে পরাজিত করে আলমডাঙ্গা ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদের।

অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকারা ৪০ গোলের ব্যবধানে পরাজিত করে চুয়াডাঙ্গা সদর হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে।

এরপর বিজয়ী দল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা উদায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা ও চুয়াডাঙ্গা সদর খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলদের বিজয়ী পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন বলেন, এই খেলাটা মাদক সমাজ মুক্ত করবে। খেলা ধুলা করলে মন মানসিকতা ভালো থাকে। খেলা ধুলার পাশাপাশি শরির চর্চা করতে হবে। খেলা ধুলাও করতে হবে পড়াশোনাও করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ছাত্র ছাত্রীদের খেলার জন্য আলাদা কিছু ভাবছে। খেলার অনুশীলনী করতে হবে। খেলা ধুলা করবো আর মাদক থেকে দুরে থাকবো। খেলার সময় খেলা পড়ার সময় পড়া। খেলা ধুলা করতে হবে আর সুন্দর সমাজ গড়তে হবে। আজকের এই বিজয় দল একদিন বিভাগীয় পর্যায়ে খেলবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আলমামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শারমিন সেলিনা আজাহার, প্রমুখ ৷

এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

 

জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More