বাংলাদেশে পরিবেশবান্ধব ও জ্বালানি–সাশ্রয়ী ইলেকট্রিক বাইক বাজারজাত করতে যাচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)। চীনের বিখ্যাত ইলেকট্রিক যানবাহন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২২ মে) শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর কনফারেন্স রুমে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে আগামী আগস্ট ২০২৫ থেকে দেশের বিভিন্ন জেলায় এবিএল‘র ডিলার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার বাজারজাত করার পরিকল্পনার কথা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন) এম এ কামাল বিল্লাহ, বিএসইসি চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম, বিএসইসি পরিচালক ও সচিব পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এবিএল–এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান। চীনা কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিভাগের পরিচালক ডেনিয়েল ইউসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান বলেন, ‘চীনা প্রযুক্তি অংশীদারিত্বের মাধ্যমে এটলাস বাংলাদেশ তাদের ব্র্যান্ড সংকট কাটিয়ে উঠতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের ইলেকট্রিক স্কুটার দেশীয় বাজারে সাশ্রয়ী দামে পাওয়া যাবে।‘
বিএসইসি চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম বলেন, ‘বিশ্বব্যাপী পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়ছে। এই সময়োপযোগী উদ্যোগ আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় শিল্পকে উৎসাহিত করবে।‘
এবিএল ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান জানান, প্রাথমিকভাবে Atlas EV ব্র্যান্ডের S-100, S-90, S-80 এবং S-70 –এই চারটি মডেলের স্কুটার সংযোজন ও বাজারজাত করা হবে। এসব মডেলে গ্রাফিন ব্যাটারি ব্যবহৃত হবে, যা একবার চার্জে মাত্র ১৫ টাকা বিদ্যুৎ খরচে ১০০ থেকে ১২০ কিলোমিটার চলতে পারবে।
তিনি আরও বলেন, ‘ঝেজিয়াং লুয়ান কোম্পানির কারিগরি সহায়তায় উৎপাদন কার্যক্রম ধাপে ধাপে সম্প্রসারিত হবে। এই প্রকল্প শুধু পরিবেশ সংরক্ষণ নয়, বরং দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।‘