চীনা মালিকানাধীন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার একটি ফ্যাক্টরিতে নিহত চীনের ইঞ্জিনিয়ার লি রংহুয়ার মৃত্যুর সঠিক কারণ জানতে চান পরিবার। এ ছাড়া কোম্পানির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন নিহত ইঞ্জিনিয়ার লি রংহুয়ার স্ত্রী ঝেং মেইলিং, পুত্র লি রংইয়ান এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়ে। এ দাবিতে চতুর্থ দিনেও তারা অবস্থান করছেন মহাসড়কের পাশে ফ্যাক্টরিটির প্রধান ফটকের বাইরে।
পিতার কর্মস্থলের গেটের বাইরে নির্বাক ছেলে–মেয়েকে আর্তনাদ করতে দেখা গেছে। রয়েছে নিহতের স্ত্রী ওবং ভাইও।
ফ্যাক্টরির আশেপাশের এলাকাবাসী জানিয়েছেন, চীনা এই ইঞ্জিনিয়ার অনেক ভালো ছিলেন। তার মৃত্যু নিয়ে ধুম্রজাল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তার পরিবারের সদস্যদের ফ্যাক্টরিতে প্রবেশ করতে না দিয়ে অন্যায় করছে কর্তৃপক্ষ। তাদের অসহায়ত্ব বিবেচনা করে কর্তৃপক্ষকে এগিয়ে আসার দাবি স্থানীয়দের।
ফুজিয়ান ওনান টেক্সটাইলটির অ্যাডমিনিস্ট্রেশন অফিসার জানিয়েছেন, তাদের পক্ষ থেকে পরিবারটিকে ১ কোটি টাকা প্রদানের প্রস্তাব উপেক্ষা করে তারা অবস্থান করছে।
৫৭ বছর বয়সী লি রংহুয়ার স্থায়ী ঠিকানা চীনের জিয়াংসু প্রদেশের ফেংচেং টাউনে। তিনি শিলমান্দীতে অবস্থিত চীনের মালিকানাধীন পরিচালিত উচ্ছ্বিষ্ট কাপড় থেকে সুতা তৈরির এই কারখানায় কর্মরত ছিলেন।
গত ৩ মে কারখানার ভেতরে মেশিনে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তবে নিহতের শরীর দুইভাগে বিভক্ত হয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে সন্দেহের পাশাপাশি মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে দ্রুতই ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।
এমি/দীপ্ত সংবাদ