দক্ষিণ আমেরিকার দেশ চিলির একটি বিমানবন্দরে ডাকাতির ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার (৮মার্চ) সকালে দেশটির রাজধানী সান্তিয়াগোর আর্তুরো মেরিনো বেনিতেজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটে।
নিহতদের একজন ডাকাত এবং অন্যজন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা।
ঘটনার সময় বিমানবন্দরের কর্মীরা একটি বিমান থেকে নগদ ৩২.৫ মিলিয়ন বা সোয়া তিন কোটি মার্কিন ডলার অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছিলেন এবং সেগুলো লুট করার জন্য ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল সেখানে হামলা চালায়। এর একপর্যায়ে গোলাগুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিমানবন্দরে ডাকাতি প্রচেষ্টার ঘটনায় তদন্তের নেতৃত্ব দিচ্ছেন প্রসিকিউটর এডুয়ার্ডো বেজা। তিনি বলছেন, ‘যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে মূল্যবান পণ্যসম্ভার বোঝাই একটি এলএটিএএম এসে পৌঁছানোর পর ব্রিংকস কোম্পানির মাধ্যমে সেগুলো সরিয়ে নেওয়ার কথা ছিল। এসময় ডাকাতরা সেখানে হামলা করে এবং নিরাপত্তা কর্মকর্তারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
২০১৭ সালে দেশটির এক সশস্ত্র গোষ্ঠী প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছিল এবং তিন বছর পরে একই রকম একটি ডাকাতির ঘটনায় সাঁজোয়া ট্রাক থেকে ১৫ মিলিয়ন ডলার লুটের ঘটনা ঘটে।
সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে সংগঠিত অপরাধ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অনু/দীপ্ত সংবাদ