চিলিতে গত বছরের শেষের দিক থেকে বন্য প্রাণীদের মধ্যে প্রথম H5N1 বার্ড ফ্লু–র সংক্রমণের পর এবার চিলিতে মানব শরীরে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। বুধবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫৩ বছর বয়সী এক ব্যক্তি সম্প্রতি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। জ্বরের সঙ্গে তাঁর শরীরে একাধিক সংক্রমণ দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওই ব্যক্তির শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখা হয়। তারপর পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, চিলির ওই ব্যক্তি বার্ড ফ্লুতে আক্রান্ত।
ওই ব্যক্তির সংস্পর্শে আর কে কে এসেছেন, সেদিকে নজর রাখা হয়েছে প্রশাসনের তরফে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মানুষের মধ্যে এর সংক্রমণের ঝুঁকি কম। তবে ওষুধ কোম্পানিগুলো মানুষের জন্য বার্ড ফ্লুর টিকা উৎপাদনে প্রস্তুত রয়েছে।
চিলির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পাখি বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী থেকে এ ভাইরাস মানুষে সংক্রামিত হতে পারে, তবে মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো খবর এখনো জানা নেই।
শিল্প খামারে সাম্প্রতিক এ ঘটনায় সরকারকে পোল্ট্রি রফতানি বন্ধ করে দিতে হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ