মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আইনগত বাধা না থাকলেও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এটা তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আমরা পুনরায় আবেদন করেছি। তারা বলছে শাপলা প্রতীক সংযুক্ত করা হয়নি। অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে এ কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল।’

নিউইয়র্কে আ. লীগের হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রজনতার অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি, এটা গাফিলতি।

এটা সীমাবদ্ধতা, এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। আমরা চাই, পরে দায় বহন করা বিবৃতি দিয়েই যেন পদক্ষেপ শেষ না হয়ে যায়। সরকারকে স্পষ্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি।’

সারজিস আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না, তাদের দলকে নিষিদ্ধ করতে হবে ও দলের বিচার করতে হবে।

এ সময় এনসিপি যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপি প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More