নরসিংদীতে চাঁদাবাজির মামলায় মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা–সিলেট মহাসড়কের পাঁচদোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৬ জুলাই) দুপুরে তাকে আদালতে শোপর্দ করা হয়। রাতে তাকে গ্রেপ্তার করা হলেও সকালে তাকে জামিন দিয়েছেন আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নুরালাপুর ইউনিয়নের হক ট্রেক্সটাইল মালিক আইনাল হাজি তার বাড়ির সিমানা দেয়ার জন্য ওয়াল নির্মান করছিল। ওই সময় মাধবদী নুরালাপুর ইউপি চেয়ারম্যান দেয়াল নির্মানের জন্য ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাদা না দেয়া কাজ বন্ধ করে দেয়। এতে চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে গোডাউনে আগুল লাগিয়ে দেয়।
এ ঘটনায় হাজির ভাইগ্না মফিজুর রহমান বাদি হয়ে আদালতে মামলা করলে শনিবার (১৫ জুলাই) রাতে ইউপি চেয়ারম্যান আরিফকে গ্রেপ্তার করে রবিবার বেলা ১২টায় নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট (১ম) আদালতের বিচারক ফারুফা আহাম্মেদ এর আদালতের শোপর্দ করা হয়।
আইনাল হাজি বলেন, চেয়ারম্যান অন্যায় ভাবে আমার কাজ বন্ধ করে দিয়েছে। আবার ৫ লক্ষ টাকা চাঁদাও দাবি করেছে। এ ঘটনায় থানায় মামলা না নিলৈ আদালতে মামলা করলাম। এখন রাতে গ্রেপ্তার হলো সকালে অবার জামিন হয়ে গেলো।
অভিযুক্ত চেয়ারম্যান বলেন, তিতাস গ্যাস অফিসের জি এম মাসুদ সাহেবের সাথে আইনাল হাজির সিমানা নিয়ে বিরোধ চলছিল। ইউনিয়ন পরিষদে তিতাস গ্যাস জি এম এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ওয়ালের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মিথ্যে মামলা দিয়েছেন।
মাদবদী থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, চাঁদাবাজির মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে রবিবার আদালতে শোপর্দ করা হলে আদালত তাকে জামিন দেন।
এসএ/দীপ্ত নিউজ